শ্রীলঙ্কায় বন্ধ হচ্ছে আইপিএল সম্প্রচার
কিছুদিন ধরেই চরম অস্থিরতা চলছে শ্রীলঙ্কায়। ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পারছে করছে দেশটি। সেখানে চলছে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট। তাতে করে মহাবিপর্যয় নেমে এসেছে লঙ্কানদের অর্থনীতিতে। যে কোনো সময় দেশটির দেউলিয়াত্বের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এর প্রভাব পড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। দেশটিতে আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে।
তীব্র সংকটের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমেও। কাগজের ব্যয়ভার বহন করতে পারছে না দেশটির সংবাদপত্র। আপাতত অনলাইনে প্রকাশিত হচ্ছে সংবাদ। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে কয়েকটি টেলিভিশনও। এতে কারে আইপিএলের ম্যাচ সম্প্রচার করা সম্ভব হচ্ছে না। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জানি নিউজ।