![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F373a0e3e-e9fe-4c1a-a38e-4ddfb924da3f%252Fcourt.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.1)
রামগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তরুণকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা এ রায় দেন। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম হাবিবুর রহমান (২৫)। তিনি উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের বাসিন্দা। আজ বিকেলে হাবিবুরকে কারাগারে পাঠানো হয়েছে।