এবারো চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর সাথে পারলো না মোহামেডান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৬:৫৯

এবারো চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর সাথে পারলো না মোহামেডান। শেষ দিকে দ্রুত উইকেট হারানোর কারণে হাত খুলে রানের গতি বাড়াতে না পারার খেসারত দিল শুভাগত হোমের দল। ২৫৫ রান নিয়ে শেষ রক্ষা হয়নি সাদা কালোদের।


৬ উইকেটের অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়লো আবাহনী। নিজেদের সরাসরি ফেবারিট দাবি করেননি। তবে আবাহনী অলরাউন্ডার সাইফউদ্দিন আগের দিনই বুঝিয়ে দিয়েছিলেন চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে আবাহনীর পাল্লা ভারি। এ পেস বোলিং অলরাউন্ডার সোমবার বেশ আস্থার সঙ্গে বলেছিলেন, ‘মোহামেডানের সাথে আমরা (আবাহনী) বরাবরই এগিয়ে। তাই চাপও কম আমাদের।’ ঠিকই তাই।


পারফরমারদের বোলিং আর ব্যাটিংই আবাহনী বলে দিয়েছে মর্যাদা ও চির প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে আমরাই সেরা। নিজেদের সেরা প্রমাণের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৭ বলে ৫২ রানের হার না মানা ইনিংস উপহার দিয়েছেন আবাহনী অধিনায়ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও