Longest Wooden Roller Coaster এর ছবি Viral হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 1.4 মাইল দীর্ঘ রোলার কোস্টার দেখে অনেকেই চমকে উঠেছে। একই সঙ্গে সকলে আরও অবাক হয়েছে, কারণ সেটি কাঠ দিয়ে তৈরি। এমন এক কাঠের রোলার কোস্টার নিয়ে উত্তাল নেটদুনিয়া। 1979 সালে সেটি তৈরি করা হলেও সম্প্রতি সেই রোলার কোস্টারের ট্র্যাক আরও কিছুটা বাড়ানো হয়েছে। এর ফলে এটি এখন কাঠের তৈরি বিশ্বের সবথেকে দীর্ঘ রোলার কোস্টার। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই রোলার কোস্টারের ছবি।
You have reached your daily news limit
Please log in to continue
1.4 মাইল দীর্ঘ রোলার কোস্টার, দেখে অবাক নেটদুনিয়া
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন