কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইমরান খান কি পারবেন মার্কিন থাবা থেকে বাঁচতে?

বাংলা ট্রিবিউন পাকিস্তান আনিস আলমগীর প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৫:০৬

পাকিস্তানে বর্তমানের সবচেয়ে বড় সাংবিধানিক এবং রাজনৈতিক সঙ্কট শুরু হয়েছে গত ৩ এপ্রিল ২০২২ থেকে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সংসদে বিরোধীদল সমূহের অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের পর ওইদিনেই রাষ্ট্রপতি ড. আরিফ আলভির জাতীয় পরিষদ ভেঙে দেওয়া এবং অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যানের বিরুদ্ধে বিরোধীরা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের আশ্রয় নেওয়ায়- এই অবস্থান সৃষ্টি হয়েছে। অনাস্থা প্রস্তাবের উপর সংসদে ভোটাভুটির হলে ইমরানকে অতি সহজেই ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের হাতে যথেষ্ট সংখ্যক এমপি ছিল কিন্তু সংসদের ডেপুটি স্পিকার সংবিধানের পঞ্চম ধারা দেখিয়ে ভোট রুখে দেন, যে ধারায় বলা হয়েছে- ‘রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য’। তিনি রুলিং দেন- যেহেতু বিরোধী দলগুলো বিদেশি রাষ্ট্রের সঙ্গে আঁতাত করে সরকার হটানোর চেষ্টা করছে তাই এটি পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা, সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।


এরপর সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী ইমরান খান সংসদ বিলুপ্ত করার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানালে তিনি তাই করেন। প্রধানমন্ত্রীর যুক্তি হচ্ছে ক্ষমতায় কারা আসবে সেটা জনগণ নির্ধারণ করুক, পার্লামেন্ট নয়। এখন সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। আর সংবিধানের ক্ষমতাবলে ইমরান অন্তত আরও দুই সপ্তাহ প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন, যতক্ষণ না নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। ইতিমধ্যে ইমরান খান একজন সাবেক প্রধান বিচারপতির নাম এই পদের জন্য প্রস্তাব করেছেন। অন্যদিকে সংসদের বিরোধীদলীয় নেতা মুসলিম লীগের শাহবাজ শরীফকে রাষ্ট্রপতি নাম দেওয়ার আহ্বান জানালে তিনি এই অবৈধ প্রক্রিয়ায় অংশ নেবেন না বলে জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও