You have reached your daily news limit

Please log in to continue


ট্রেকিংয়ের জন্য কতটা উপযোগী বাংলাদেশ?

প্রকৃতির সাথে মিল রেখেই অবকাঠামোগত উন্নয়ন যেমন - ব্রিজ, রাস্তা, ঘড়বাড়ি করতে দেখা যায় বহির্বিশ্বে। 

বাংলাদেশের চিত্রটি ভিন্ন। পরিবার নিয়ে যেন ঘুরতে আসা যায় এমন উন্নয়নের দিকেই বেশি নজর দিতে দেখা যায় স্থানীয় এবং রাষ্ট্রীয় পর্যটন কর্তৃপক্ষকে।

দেশের বিভিন্ন জায়গায় ঘুরে কিছুটা এরকম অভিজ্ঞতাই ব্যক্ত করেছিলেন সুরভী ইয়াসমিন, হিবা শেহরিন বিনতে মাহমুদ, নোশিন ফারজানা ও নুঝাত ফারহানা প্রেক্ষা। 

তারা চারজনই ইউল্যাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। হিবা বিনতে মাহমুদ সাহিত্য থেকে, নুঝাত ফারহানা প্রেক্ষা সিএসই বিভাগ থেকে এবং সুরভী ইয়াসমিন ও নোশিন ফারজানা মিডিয়া স্টাডিজ থেকে স্নাতক সম্পন্ন করেন।

তাদের শুরুটা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রায় একই সাথে হয়। এখনো পর্যন্ত দেশ ও দেশের বাইরে বহু পর্যটন কেন্দ্রেই ঘুরে বেড়িয়েছেন তারা, জয় করেছেন পাহাড়। কী দেখলেন তারা, কেমন ছিল তাদের অভিজ্ঞতা?

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন