কিশোরগঞ্জের নিম্নাঞ্চলে পানি, মূল হাওর এখনও ‘অক্ষত’

বিডি নিউজ ২৪ কিশোরগঞ্জ সদর প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৩:৪৯

ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের বাইরের চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু এলাকার বোরো ধানের জমি তলিয়ে গেছে; এসব আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা।


রোববার ও সোমবার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও মঙ্গলবার থেকে তা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সন্ধ্যার পর থেকে পানি নামতে শুরু করবে বলে আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছাইফুল আলম মঙ্গলবার বলেন, “আসাম ও মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইটনা উপজেলার ধনু, বৌলাই ও কালনী নদীর পানি বেড়েছে। এর ফলে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিচু এলাকায় লাগানো আধাপাকা বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে। তবে এখনও মূল হাওরে পানি প্রবেশ করেনি।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও