শত বছরের পরিকল্পনা নিয়ে ১৮ গুণ বড় হচ্ছে এসেনসিয়াল ড্রাগস

জাগো নিউজ ২৪ মানিকগঞ্জ সদর প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ১৩:৪৬

শত বছরের মহাপরিকল্পনা নিয়ে মানিকগঞ্জ সদরে ৩১ দশমিক ৫০ একর ভূমিতে নির্মাণ করা হচ্ছে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) অবকাঠামো। এ জন্য ২ দশমিক ২০ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে। ঢাকার তেজগাঁও এলাকায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ৬০ বছরের পুরাতন ও জীর্ণ প্ল্যান্টটি মানিকগঞ্জে স্থানান্তর করা হবে।


সেখানে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নীতিমালা অনুসরণ করে আরও আধুনিক ও যুগোপযোগী প্ল্যান্ট স্থাপন করা হবে। এজন্য ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ১ হাজার ৯০৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বাস্তবায়ন করবে। জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও