শত বছরের পরিকল্পনা নিয়ে ১৮ গুণ বড় হচ্ছে এসেনসিয়াল ড্রাগস
শত বছরের মহাপরিকল্পনা নিয়ে মানিকগঞ্জ সদরে ৩১ দশমিক ৫০ একর ভূমিতে নির্মাণ করা হচ্ছে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) অবকাঠামো। এ জন্য ২ দশমিক ২০ লাখ ঘনমিটার ভূমি উন্নয়ন করা হবে। ঢাকার তেজগাঁও এলাকায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ৬০ বছরের পুরাতন ও জীর্ণ প্ল্যান্টটি মানিকগঞ্জে স্থানান্তর করা হবে।
সেখানে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নীতিমালা অনুসরণ করে আরও আধুনিক ও যুগোপযোগী প্ল্যান্ট স্থাপন করা হবে। এজন্য ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ১ হাজার ৯০৫ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বাস্তবায়ন করবে। জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করা হবে। মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।