দিনে ৪০ হাজার তরমুজ বিক্রি হচ্ছে মুক্তারপুর হাটে
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার তরমুজের পসরা বসেছে মুন্সিগঞ্জের মুক্তারপুর ফলের হাটে। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে বেচাকেনা জমজমাট। হাটের ৯টি আড়তে বর্তমানে প্রতিদিন বিক্রি হচ্ছে ৪০-৪৫ হাজার তরমুজ।
তবে রমজানকে কেন্দ্র করে যেন এখন চৈত্রের উত্তাপ পড়েছে তরমুজের দামে। কৃষক পর্যায়ে ভালো দাম না পেলেও কয়েকদিনের ব্যবধানে হাটে প্রতি পিস তরমুজে দাম বেড়েছে ৫০-৭০ টাকা পর্যন্ত। এতে বেপারী, আড়ৎদার লাভবান হলেও বিপাকে খুচরা ব্যবসায়ী ও ভোক্তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তরমুজ
- তরমুজের হাট
- তরমুজ চাষ