যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া : জেলেনস্কি

এনটিভি ইউক্রেন প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ০৮:২৫

রুশ বাহিনী ইউক্রেনে যেসব যুদ্ধাপরাধ করেছে, সেসবের প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 


জেলেনস্কি বলেছেন, ‘আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে, কিয়েভে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর দখলদারেরা আমাদের দেশের অন্য অংশে তাদের অপরাধের বিপরীতে ভিন্ন মনোভাব পোষণ করাতে পারে।’


ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা এরই মধ্যে মারিউপোল শহরে বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর তাদের অপরাধ গোপন করার জন্য মিথ্যা প্রচারণা শুরু করেছে।’


জেলেনস্কি দাবি করেন, ‘রাশিয়া বিভিন্ন লোকদেখানো সাক্ষাৎকারের আয়োজন করবে এবং হত্যাকাণ্ড চালানোর পর বিষয়গুলো এমনভাবে সাজাবে যে, তাদের অন্য কেউ হত্যা করেছে।’


এ সময় জেলেনস্কি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও