ফরজ গোসল না করে সেহরি খেলে রোজা হবে কী?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২২, ০৮:২৬
প্রশ্ন : একজন স্ত্রী মিলনের পর ফরজ গোসল না করেই সেহরি খেল; জানার বিষয় হলো, তার রোজা হবে কী?
উত্তর : রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত। যদি কেউ এমন অবস্থায় পড়েন যে, ফরজ গোসল করে সেহরি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় নেই; তখন অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সেহরি খেয়ে নেবেন। পরে গোসল করে ফজরের নামাজ আদায় করবেন।
কারণ, সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয়, বরং সুন্নত। আর নামাজ আদায় করার জন্য পবিত্রতা ফরজ। গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব, তা করে নিতে হবে। বিনা ওজরে বেশি সময় অপবিত্র অবস্থায় থাকা সমীচীন নয়।