![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2015%252F09%252F10%252F0e9ca1bbcafa83b20e2a92aecc5d541d-3.jpg%3Frect%3D0%252C0%252C1000%252C563%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
আইফোন ব্যবহারে সতর্ক করল অ্যাপল
প্রথম আলো
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ২০:০৮
দিন পনেরো আগেই আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘আইওএস ১৫.৪’ উন্মুক্ত করেছিল অ্যাপল। কিন্তু বিধি বাম, আইওএস অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তাত্রুটি দেখা দিয়েছে। এই নিরাপত্তাত্রুটির কারণে আইফোনের ইন্টার গ্রাফিকস ড্রাইভার এবং অ্যাপলএভিডি উপাদানে মেমোরি পড়া ও লেখায় (রিড/রাইট) সমস্যা হয়।
আইওএসের এ নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই অ্যাপল পণ্যে নতুন কোড যোগ করে দূর থেকে সাইবার হামলা চালাতে পারে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের বিশেষ ধরনের ফাইল বা অ্যাপ খুলতে বাধ্য করে তথ্যও চুরি করতে পারে। ফলে সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ব্যবহারকারীরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে