![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/President-Alvi-writes-to-PM-Imran-Shehbaz-to-propose-names-for-caretaker-PM-2204041127.jpg)
তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগে নাম চেয়ে ইমরান-শাহবাজকে চিঠি
রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে পাকিস্তানে নতুন নির্বাচন আয়োজন করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে সুপারিশ চেয়ে সরকার ও বিরোধীদলীয় নেতাকে চিঠি দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
সোমবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খান ও জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে এ চিঠি দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ।
এরইমধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যদি তিন দিনের মধ্যে দুই রাজনীতিক একমত হয়ে একজনের নাম সুপারিশ করতে না পারেন, তাহলে উভয়ই দুটি করে নাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগে দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টারিয়ান কমিটিতে প্রেরণ করবেন।