‘ডাবল ক্লিনজিং’য়ের উপকারিতা
‘ডাবল ক্লিনজিং’ কোরিয়ান রূপচর্চা পদ্ধতি। প্রথমে তেল-ভিত্তিক তারপর জল-ভিত্তিক পরিষ্কারক দিয়ে ত্বককে গভীরভাবে পরিষ্কার করা হয়।
এই বিষয়ে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে, ভারতের ‘ইয়াভানা অ্যাস্থেটিক্স ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ডা. মাধুরী আগরওয়াল বলেন, “যেহেতু এখানে দুটি পরিষ্কারক ব্যবহার করা হয় তাই তা ভারী মেইকআপ এবং ‘টিন্টেড সানস্ক্রিন’ দূর করার ক্ষেত্রে কার্যকর।”
ডাবল ক্লিঞ্জিং কী?
ডা. আগারওয়াল বলেন, “ত্বকের ময়লা ভালোভাবে অপসারণ করতে এবং ব্রেকআউট প্রতিরোধ করার জন্য ডাবল ক্লিনজিং প্রয়োজন।”
ডাবল ক্লিঞ্জিং সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “এর প্রথম ধাপ হল, বাম বা তেল ভিত্তিক কোনো পরিষ্কারক, মাইসেলার ওয়াটার বা মেইকআপ অপসারণ করে এমন কোনো পণ্য দিয়ে ভালো মতো মুখ পরিষ্কার করে নেওয়া। এরপর ত্বকের ধরন অনুযায়ী ফেইসওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে নেওয়া।”