কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিপ পরা নিয়ে ‘হেনস্তা’ : সেই পুলিশ সদস্য শনাক্ত

এনটিভি শেরেবাংলা নগর প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১২:৩৫

টিপ পরাকে কেন্দ্র করে রাজধানীতে লতা সমাদ্দার নামের এক শিক্ষককে হেনস্তা করার অভিযোগে নাজমুল তারেক নামের পুলিশের এক কনস্টেবলকে শনাক্ত করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আজ সোমবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ওসি বলেন, ‘আমরা নাজমুল তারেক নামের এক কনস্টেবলকে শনাক্ত করেছি। তিনি পুলিশের সুরক্ষা বিভাগে কর্মরত। তিনি ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা দিয়ে থাকেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। তাঁরা পরে সিদ্ধান্ত নেবেন।’


এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা জানান, পুলিশের ওই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে হওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি কী করেছেন, কেন করেছেন—এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও