ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

এনটিভি গণভবন প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১২:৩০

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ এবং হাওর-বাওরের পানি বেশি ব্যবহারের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আজ সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।


এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পূর্ব-পরিকল্পনা থাকতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অনেকটাই কমবে।’


ভৌগলিক অবস্থানের কারণে বন্যার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানির অপচয় বন্ধ করতে হবে।’ এ ছাড়া নদী ড্রেজিংয়ের পলি মাটি ধানি জমিতে না ফেলে বিকল্প স্থানে ফেলার আহ্বান জানান শেখ হাসিনা।’


ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহারের ফলে দেশে ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় ক্ষতি আরও হবে এ কারণে যে, বাংলাদেশ ভুমিকম্পপ্রবণ একটি জায়গা। এ পানি কিন্তু আমাদের রক্ষা করে। বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানির স্তর আছে। এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু ভুমিকম্প হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। সেগুলো মাথায় রেখে আমাদের সব ব্যবস্থা নিতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত