নিজ ভূখণ্ডে চীনকে সামরিক ঘাঁটি গড়তে দেবে না সলোমন দ্বীপপুঞ্জ

এনটিভি সলোমন দীপপুঞ্জ প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২২, ১০:৪০

নিজেদের ভূখণ্ডে চীনকে কোনো সামরিক ঘাঁটি গড়তে দেবে না বলে জানিয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। নিরাপত্তা চুক্তির পরিকল্পনা করলেও তীব্র প্রতিক্রিয়ার মুখে এ কথা জানায় তারা। সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দুই দেশের কর্মকর্তারা নিরাপত্তা ইস্যুতে একটি খসড়া চুক্তি সই করার এক দিন পরে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগাভারের কার্যালয়ের কর্মকর্তারা গত শুক্রবার জানিয়েছেন, ওই চুক্তিতে চীনকে সামরিক ঘাঁটি তৈরির আমন্ত্রণ জানানো হয়নি।


সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়ার নিরাপত্তা প্রসারণের বিষয়ে সরকার সচেতন রয়েছে এবং তাদের তদারকিতে এ ধরনের উদ্যোগ ঘটতে দেওয়ার মতো বেখেয়ালি তারা হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও