বাংলাদেশের সামনে কঠিন টার্গেট
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ২০:৫৭
দিনের শেষ সেশনের অল্প কিছু সময় বাকি থাকতেই অল-আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এবাদত-মিরাজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা ২০৪ রানে অল-আউট হওয়ায় জয়ের জন্য টাইগারদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ২৭৪ রান। প্রথম ইনিংসে একমাত্র মাহমুদুল আর লিটন ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তাই পঞ্চম দিনে এই টার্গেট তাড়া করে জয় কিংবা ড্র করা বাংলাদেশের জন্য কঠিন বটে।
তবে যদি টাইগাররা এই টার্গেটে পৌঁছতে পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও এক ইতিহাসের জন্ম হবে। আজ রবিবার ম্যাচের চতুর্থ দিনে ৬৯ রানে এগিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৪৮ রান আসতেই আঘাত হানেন এবাদত হোসেন। ৫১ বলে ৮ রান করা সারেল এরুইয়াকে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে জিতে যান এবাদত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১১ মাস আগে