![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgasss-20220403185649.jpg)
বিবিয়ানার মেরামত, কোথাও কোথাও ব্যাহত হতে পারে বিদ্যুৎ সরবরাহ
বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। তাই কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
রোববার (৩ এপ্রিল) বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহে ঘাটতিজনিত কারণে কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। ফলে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।