You have reached your daily news limit

Please log in to continue


ভাগ্যিস ছেড়ে যাইনি

ইয়ামির এখন সুসময়। ‘আ থার্সডে’ ছবিতে তাঁর অভিনয় সবার মন জয় করেছে। এখন মুক্তির অপেক্ষায় আছে তাঁর ছবি ‘দশবি’। কয়েক বছর আগেও মন্দ সময় কাটিয়েছেন এই তারকা। এমনকি চলচ্চিত্রজগৎকে চিরতরে বিদায় জানানোর কথাও ভেবেছিলেন তিনি।


ইয়ামি গৌতম এক সাক্ষাৎকারে নিজের মন্দ সময় নিয়ে বলেছেন, ‘জীবনে একটা সময় এসেছিল, যখন মনে হয়েছিল যে আমি কি ফিরে যাব! কেউ যদি ফিরে যেতে চান, তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা। কারণ, এটা অত্যন্ত অনিশ্চিত এক দুনিয়া। এখানে তোমার প্রতিভা থাকা সত্ত্বেও তোমার জীবনের চাবিকাঠি অন্য কারোর হাতে। এটা অনেকের বোধগম্য না–ও হতে পারে। কিন্তু এটাই আসল বাস্তবতা। আমার জীবনে যদি ‘বালা’, বা ‘উরি’র মতো ছবি না আসত, তাহলে এত দিনে হয়তো আমি পাততাড়ি গুটিয়ে চলে যেতাম। ফিরে গিয়ে অন্য কিছু হয়তো করতাম। আর তা–ই নিয়ে হয়তো শান্তিতেই থাকতাম। ভাগ্যিস আমি ফিল্মি জগৎ ছেড়ে যাইনি। তার জন্য আমি দারুণ খুশি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন