You have reached your daily news limit

Please log in to continue


জিম ক্যারি ‘সিরিয়াস’, এবার অবসর

সাড়ে চার দশক ধরে দর্শকদের আনন্দ দিয়ে আসা হলিউড অভিনেতা জিম ক্যারি এবার অভিনয় জগতকে বিদায় বলতে চান।

অর্ধশতাধিক সিনেমা এবং ২০টির বেশি টিভি শো করার পর এই কানাডিয়ান আমেরিকান অভিনেতার উপলব্ধি, 'যথেষ্ট' হয়েছে, এবারে নিরিবিলি জীবন কাটাতে হবে।

গার্ডিয়ান লিখেছে, সম্প্রতি একটি সাক্ষাতকারে অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ৬০ বছর বয়সী এই কমিক অভিনেতা।

টেলিভিশন শো 'অ্যাকসেস হলিউড' এ দেওয়া সাক্ষাতকারে জিম ক্যারি বলেছেন, তিনি মজা করছেন না, এবার সত্যি থামতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন