ভারতের কোভ্যাকসিনের সরবরাহ স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কোভিড-১৯-এর জন্য ভারত বায়োটেকের উৎপাদন করা কোভ্যাক্সিনের সরবরাহে স্থগিতাদেশ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মানোন্নয়ন এবং অন্যান্য ঘাটতি পূরণের সুযোগ দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, এ ভ্যাকসিন কার্যকরী এবং এটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে সংস্থাটি। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, কোভ্যাকসিন পেয়েছে—এমন দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে ডব্লিউএইচও। তবে, কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি সংস্থাটি। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, ভ্যাকসিনটি কার্যকর এবং এতে উদ্বেগের কিছু নেই।