রোজার শুরুতেই বেগুনের সেঞ্চুরি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ১৩:৪৯

গরম বাজার আরও গরম করে দিয়ে রোজার শুরুতেই বেগুনের দাম এক লাফে পৌঁছে গেছে ১০০ টাকায়।


মুখরোচক বেগুনি বাঙালির ইফতার আয়োজনের অন্যতম অনুসঙ্গ। ফলে রোজা এলে বেগুনের কদর প্রতিবছরই বেড়ে যায়, ব্যবসায়ীরা সে সুযোগ নিতে সংযম দেখান না খুব একটা।


রোববার প্রথম রোজার সকালে মালিবাগ রেলগেইট, শান্তিনগর, সেগুনবাগিচার বাজার ঘুরে দেখা গেল খুচরা বিক্রেতারা প্রতি কেজি বেগুন ১০০ টাকায় বিক্রি করছেন। দুদিন আগেও বেগুন বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। আর এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা।


কারওয়ান বাজারের পাইকারী বিক্রেতা হামিদুল্লাহ বললেন, “রমজানে বেগুনের চাহিদা বেশি থাকে, তাই দামও বেশি পায়। চাহিদার কারণে এই সময়ে প্রচুর বেগুন আসে মফস্বল থেকে।”


ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, শনিবার রাতে উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং ময়মনসিংহ থেকে বেগুন নিয়ে কারওয়ান বাজারে এসেছে অন্তত আটটি ট্রাক। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে সরবারহ করা হয়েছে সেই বেগুন।


বেইলি রোডের বাসিন্দা আয়শা বেগম শান্তিনগর বাজারে বেগুন কিনতে এসে দাম শুনে থ!


বললেন, “দুই আগে আমি এই দোকান থেকেই বেগুন কিনেছি ৬৫ টাকা কেজিতে। আর আজকে এসে কিনতে হচ্ছে ১০০ টাকায়। না কিনেও উপায় নেই। ইফতারির জন্য আমার বেগুন লাগবেই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও