You have reached your daily news limit

Please log in to continue


টম ক্রুজকে বিশেষ সম্মান জানাবে কান

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ১৮ মে দক্ষিণ পালে দে ফেস্টিভাল ভবনে এই আয়োজন করা হবে। একই দিনে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তাকে বিশেষ সম্মান জানানো হবে।

এর আগে মাত্র একবার কান উৎসবে গিয়েছিলেন টম ক্রুজ। ১৯৯২ সালের ১৮ মে দেখানো হয় তার ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। ৩০ বছর পর আবারও কানে ফিরবেন টম ক্রুজ।

‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে বৈমানিক লেফটেন্যান্ট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করবেন টম ক্রুজ। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ ছবির সিক্যুয়েল এটি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন