You have reached your daily news limit

Please log in to continue


গবেষক হইতে শাসক উত্তম!

ধার-ভার, সুখ-সম্ভোগ কার বেশি? সেটা ভালো করে জানেন চাকরি প্রার্থীরা। বিশেষ করে বিসিএস পরীক্ষার্থীরা। তবে, আলোচনা বেশি সদ্য ঘোষিত ৪০তম বিসিএস নিয়ে।

গত কয়েকটি বিসিএসের ধারাবাহিকতায় এবার প্রশাসন, পুলিশ, ফরেন সার্ভিস, ট্যাক্সে প্রকৌশল শিক্ষার্থীদের একতরফা বাজিমাত। আলোচনার সঙ্গে তাই রয়েছে সমালোচনাও।

৪০তম বিসিএসে প্রশাসনে প্রথম কুয়েট শিক্ষার্থী, পুলিশেও প্রথম কুয়েট, পররাষ্ট্রেও প্রথম কুয়েট। আর কাস্টমসে প্রথম বুয়েট। ট্যাক্সেও প্রথম স্থান বুয়েট থেকে পাস করা শিক্ষার্থীর। বরাবরই প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, কাস্টমস, ট্যাক্সে সবার ঝোঁক বেশি। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, কৃষি বা মাইক্রো বায়োলজি-ফার্মেসির মতো সায়েন্সের রয়েল সাবজেক্টে পাস করা কৃতি শিক্ষার্থীরাও গভীর মোহে ঢুকছেন এসব ক্যাডারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন