![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2022/04/shilpi-songho-750x430.jpg)
১১ প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা পাবেন নাটকের শিল্পীরা
চ্যানেল আই
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৯:২৬
টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সঙ্গে ১১টি প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে হাসপাতাল, মেডিকেল সেবা, রেস্টুরেন্ট, কার ওয়ার্কশপ ও পোশাক ব্র্যান্ড।
শিল্পী সংঘের সদস্য অর্থাৎ যারা নাটকের শিল্পী এবং শিল্পী সংঘের সদস্য তারা এসব প্রতিষ্ঠান থেকে বিশেষ সুবিধা পাবেন। শনিবার বিকেলে রাজধানীর নিকেতনে শিল্পী সংঘের অফিসে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় শিল্পী সংঘের।
এরমধ্যে আছে বিশ্বরঙ, ইউনিভার্সাল হাসপাতাল, ওয়াটারফল রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার বাংলামোটর ও বনানী শাখা, সিইএলও রুফটপ বাড্ডা, বনানী ও পরীবাগ শাখা, ওমেন্স ক্লাব মেকওভার এন্ড লেজার, চেজ মটরস, কাচ্চিভাই, রকমারি.কম, পিজ্জু, লেক ভিউ ডায়াগনস্টিক এন্ড ডক্টরস চেম্বার ও থাইরো কেয়ার।
- ট্যাগ:
- বিনোদন
- বিশেষ সুবিধা
- অভিনয়শিল্পী
- টিভি নাটক