যুগে যুগে রোজার বিধান ও ইতিহাস
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৮:২৯
কোরআনুল কারিমের ঘোষণা থেকে প্রমাণিত যে, আল্লাহ তাআলা যুগে যুগে নবি-রাসুলদের ওপর রোজার বিধান দিয়েছিলেন। এ রোজা পালনের বিধান তাদের জন্যও ফরজ ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বিষয়টি
এভাবে তুলে ধরেছেন-
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ
'হে মুমিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববতীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো।' (সুরা বাকারা : আয়াত ১৮৩)