নজর কেড়েছে চারু ও কারুশিল্প নিয়ে বাহারির প্রদর্শনী
বার্তা২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২২, ১৪:১৯
চারু ও কারুশিল্পে বাংলাদেশের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য। তবে দিন দিন এ ঐহিত্য হারিয়ে যাচ্ছে। হাতের কাজ করা দেশীয় পণ্যকে ধরে রাখতে চারু ও কারুশিল্প নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ক্ষুদ্র শিল্প ও নতুন উদ্যোক্তাদের প্লাটফর্ম 'বাহারি'।
তিনব্যাপী চলা এই প্রদর্শনীতে পোশাক পরিচ্ছদ, গৃহ ও অঙ্গসজ্জাসহ নানা পণ্যের পসরা দর্শনার্থী ও ক্রেতাদের নজর কেড়েছে। বাহারির এ আয়োজন ক্রেতা-উদ্যোক্তার মিলনমেলায় পরিণত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) ছুটির দিনে প্রদর্শনীতে নানান বয়সী মানুষের ভিড় জমে। প্রদর্শনীতে সাজানো পণ্য দেখে সোনালি অতীতে ফিরে যান অনেক বয়োবৃদ্ধরা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- উদ্যোক্তা
- প্রদর্শনী