অটিস্টিক শিশু ও ব্যক্তিদের জন্য ট্রাস্ট গঠন করা হবে : প্রধানমন্ত্রী
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একটি ট্রাস্ট গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।
অটিস্টিক ও প্রতিবন্ধীদের স্বাস্থ্যসুরক্ষায় বঙ্গবন্ধু সুরক্ষা বিমা এবং সরকারি চাকরিতে এক শতাংশ কোটা চালু করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এদের মূলধারায় নিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রাস্টের মাধ্যমে এ ধরনের আবাসিক ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমাদের প্রতিবন্ধী ও অটিস্টিক যারা, তারা পায়, ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমি করে দেব।’
অটিস্টিক ও প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে জানিয়ে সমাজের বিত্তবানদের এ ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বানও জানান সরকারপ্রধান।