‘ভালো কাজ করেছে বলে বিএনপি এখনও সবচেয়ে জনপ্রিয় দল’
ভালো কাজ করেছে বলে বিএনপি এখনও ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল’ বলে দাবি করেছেন দলটির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, ‘সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া। সেই কারণে তাকে (সরকার) ভয় পায়, তাকে জেলে রেখে মেরে ফেলার চেষ্টা করছে।’
শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনু'র মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
জনগণ সরকারের বিপক্ষে আছে কিনা তা বোঝার জন্য সঙ্গে থাকা র্যাব-পুলিশকে সরানোর আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘র্যাব-পুলিশ সঙ্গে থাকার কারণে সরকার জনগণের কথা শুনতে পায় না। এমপি-মন্ত্রীদেরও বলেন, র্যাব-পুলিশ ছাড়া একটু ঘুরে বেড়াতে, দেখেন জনগণ কেমনে খামচায়া ধরে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে