![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-04%252F3961f249-2e1f-409d-b27b-8a036d1b1ca6%252FBIchitra.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.1)
সন্তানের খুশির জন্য বাবার কাণ্ড
প্রথম আলো
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ১০:১৪
সন্তানের শখ কিংবা ইচ্ছাপূরণে মা-বাবা কী না করেন। তবে ভিয়েতনামিজ এক বাবার কাণ্ড বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। তিন বছরের ছেলেকে খুশি করতে ওই বাবা পুরোনো একটি বাসকে আমূল বদলে ফেলেছেন। তিনি কাঠের তৈরি আস্ত একটি ট্যাংক বানিয়েছেন। সেই ট্যাংকে চড়ে বাবা-ছেলে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন। অনলাইনে বাবা-ছেলের এই কাণ্ড শোরগোল ফেলেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের পূর্বাঞ্চলের বাক নিহ এলাকার বাসিন্দা তুরং ভেন দাও। পেশায় তিনি কাঠমিস্ত্রি। তাঁর সংগ্রহে পুরোনো একটি ১৬ আসনের বাস ছিল। সেটাকেই তিনি আস্ত একটি ট্যাংকের রূপ দিয়েছেন।