You have reached your daily news limit

Please log in to continue


ইফতারপণ্যেরও মূল্যবৃদ্ধি

অসাধু ব্যবসায়ীদের কারসাজির অন্ত নেই যেন। চাল, ডাল ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির পর তারা এবার রমজানের ইফতারপণ্য নিয়েও শুরু করেছে কারসাজি। তাদের এই কারসাজির কারণে একরকম নীরবেই বেড়েছে ইফতারপণ্যের দাম।


বুধবার যুগান্তরের পক্ষ থেকে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়, যা এক মাস আগেও ছিল ৭০-৭৫ টাকা। একইভাবে প্রতি কেজি মুড়ি এক মাস আগে ৬৫-৭০ টাকায় বিক্রি হলেও তা এখন বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়।

এছাড়া খেজুর, বেসন, বুটের ডালের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি ইফতারের অন্যতম আকর্ষণীয় খাবার ছোলা-মুড়ির অন্যতম উপাদান সরিষার তেলের দাম বেড়েছে লিটারে সর্বোচ্চ ৭০ টাকা। এ ছাড়া রমজানে বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত আলু, ধনেপাতা, পুদিনাপাতা, ইসবগুলের ভুসি এবং ‘ট্যাঙ্গ’ ও ‘রুহ আফজা’র দামও বাড়ানো হয়েছে বিনা কারণে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন