বিশ্বাসঘাতকতার অভিযোগে ২ শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করলেন জেলেনস্কি

যুগান্তর ইউক্রেন প্রকাশিত: ০১ এপ্রিল ২০২২, ০৮:৫৬

বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


বৃহস্পতিবার রাতে দুই কর্মকর্তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।


জেলেনস্কি বলেন, আজ অ্যান্টি-হিরোদের ব্যাপারে আরেকটি সিদ্ধান্ত হয়েছে। সকল বিশ্বাসঘাতকদের মোকাবেলার সময় আমার নেই। তবে ধীরে ধীরে তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে।


এ সময় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেবা বাহিনীর শীর্ষ ওই দুই কর্মকর্তার বরখাস্তের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, যারা ইউক্রেনের জনগণের প্রতি আনুগত্যের সামরিক শপথ ভঙ্গ করবে, তারা অবশ্যই উচ্চ সামরিক পদ থেকে বঞ্চিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও