![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F32cc2a81-bce5-4734-9cc7-e266d0ca03de%252Fkanganaranaut_122044198_183663799909371_2691579004491310983_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
তাঁরা ভারতের প্রভাবশালী তারকা
ভারতীয় পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের সবচেয়ে প্রভাবশালী ১০০ মানুষের তালিকা করেছে। তার মধ্যে উঠে এসেছে বলিউড অভিনয়শিল্পীদের নামও। কারা আছেন সেই তালিকায়? সেদিকে একনজর চোখ বোলানো যাক।
তালিকার প্রথম দিকে প্রাধান্য পেয়েছে ভারতীয় রাজনীতিবিদদের নাম। বলিউড তারকারা আছেন একেবারেই হাতে গোনা। তা–ও আবার একদম শেষের দিকে। বলিউডের কিং খান অভিনেতা, প্রযোজক ও উদ্যোক্তা শাহরুখ খান আছেন তালিকার ৮২ নম্বরে। নানা কারণে শাহরুখকে প্রভাবশালী হিসেবে ভাবা হচ্ছে। গত তিন দশকে তাঁর বলিউডে অবস্থান। বিরতি নিয়ে আবার ‘পাঠান’ ছবি দিয়ে ফিরে আসার পরিকল্পনা।
ছেলে আরিয়ান খানের মাদক–কাণ্ড ঠান্ডা মাথায় সামলে নেওয়াও তাঁকে এই তালিকায় স্থান করে নিতে সহযোগিতা করেছে। পাশাপাশি ওটিটিতেও আসার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।