You have reached your daily news limit

Please log in to continue


রমজানে দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্স কতটা কাজে আসবে?

১৭ সদস্যের এই টাস্কফোর্সের প্রধান হলেন বাণিজ্যমন্ত্রী। গত ১৩ মার্চ এই টাস্কফোর্স গঠন করা হলেও প্রজ্ঞাপন জারি করা হয় ২৭ মার্চ। টাস্কফোর্সের সদস্য, ভোক্তা অধিদপ্তরের চেয়ারম্যান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানান,"৪  এপ্রিল আমাদের বৈঠক আছে।

আমরা বাজার মনিটরিং থেকে শুরু করে টার্মস অব রেফারেন্সে যা আছে সব করব। আর মাননীয় প্রধানমন্ত্রী তো সংসদে বলেই দিয়েছেন এব্যাপারে। আগে আমরা বৈঠকটা করি। তারপরে সবকিছু জানাব।”

টাস্কফোর্সের কাজের মধ্যে রয়েছে- দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে নির্দেশনা, আন্তর্জাতিক বাজার দর এবং আমদানি তথ্য বিশ্লেষণ করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি দেখলে তা নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণ,  পণ্য উৎপাদন, পরিশোধন, আমদানি এবং স্থানীয় পর্যায়ে বিক্রয়সহ সবকিছু পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা দেয়া, নিত্যপণ্যের চেইন স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, বাজার মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ এবং দিক নির্দেশনা দেয়া। বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়াম্যান মো. আফজাল হোসেনও টাস্কফোর্সের সদস্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন