ডায়রিয়ার প্রকোপ থাকতে পারে ‘বেশ কিছুদিন’
ডায়রিয়ার প্রাদুর্ভাব শুরুর দুই সপ্তাহ পরও প্রতিদিন হাজার খানেক রোগী ভর্তি হচ্ছেন ঢাকার আইসিডিডিআর,বি হাসপাতালে। এর প্রধান চিকিৎসক বলছেন, এমন পরিস্থিতি থাকতে পারে ‘বেশ কিছুদিন’।
বৃহস্পতিবার উদরাময় গবেষণার আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায় ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড়। এদিন বেলা পাঁচটা পর্যন্ত ৯১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
এর আগে টানা তিনদিন দৈনিক ১৩শর বেশি রোগী এসেছেন এই হাসপাতালে।গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ১,২৫৩ জন এবং প্রতি ঘণ্টায় ৫২ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন।
আইসিডিডিআরবি,র তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার ১,১৭৬ জন, শুক্রবার ১,১৩৮ জন, শনিবার ১,২৪৫ জন, রোববার ১,২৩০ জন, সোমবার ১,৩৩৪, মঙ্গলবার ১,৩১৭ জন এবং বুধবার ১,৩৩১ জন রোগী ভর্তি হয়েছেন।