![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/10/27/1a6bac13fb837311b8f6b2f41490fdbd-6178e2562ca34.jpg)
চেহারা নিয়ে হীনমন্যতা, কিশোরীর আত্মহত্যা
নাটোরের লালপুরে নিজের চেহারার ওপর অভিমান করে অনামিকা সরকার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নবম শ্রেণির শিক্ষার্থী নিহত অনামিকা ওই গ্রামের অবিরাম সরকারের মেয়ে।
নিহতের বাবা অবিরাম সরকার জানান, তাঁর মেয়ে অনামিকা সরকার শারীরিকভাবে অসুস্থ থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গতকাল বুধবার রাত নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।