স্পেকট্রাম কিনলো সব অপারেটর, কলড্রপ কমবে তো?
দু’টি ব্যান্ডের ২২০ মেগাহার্টজ স্পেকট্রামের (তরঙ্গ) মধ্যে ১৯০ মেগাহার্টজ নিলামে বিক্রি হলো। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত নিলামে দেশের চারটি মোবাইলফোন অপারেটরই তরঙ্গ কিনেছে। সব অপারেটরেরই তরঙ্গ এখন আগের চেয়ে দ্বিগুণ। ফলে নিয়মিত কলড্রপ, নেটওয়ার্ক না থাকা, মোবাইল ইন্টারনেটের ধীরগতি, ভিডিও চলার সময় বাফারিং হওয়া, ইত্যাদি আর থাকবে না বলে মনে করেন অপারেটরগুলোর সংশ্লিষ্টরা। তবে এজন্য সময় প্রয়োজন।
যদিও এখনই এসব তরঙ্গ অপারেটররা ব্যবহার করতে পারবেন না। নির্ধারিত সময়ের মধ্যে ক্রয়কৃত তরঙ্গের মূল্য (নিলাম নিয়ম অনুসারে) পরিশোধের পরে তা ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া যাবে। ফলে কলড্রপ আপাতত না কমলেও নতুন তরঙ্গ আগের তরঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার পরে মোবাইল সেবার মান উন্নত হতে পারে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে