বেগুনের কেজি ৫ টাকা
সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে বেগুনের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কেজির বেগুন পাইকারিতে পাঁচ টাকা বিক্রি হচ্ছে। দাম কমায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্রেতারা বলছেন, এসব বেগুন কিছুটা নিম্নমানের। কেউ কেউ গরুকে খাওয়ানোর জন্য এসব বেগুন কিনছেন। তবে ভালোমানের বেগুনের কেজি ১০ টাকা বিক্রি হচ্ছে।
হিলি বাজারে কাঁচা বাজার করতে আসা লুৎফর রহমান বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি। যার কারণে বাজারে এলেই ভয় লাগে। তবে ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বেগুনের দামে। দুদিন আগে যে বেগুন ৩০ টাকা কিনেছি, তা এখন পাঁচ এবং ১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম কমায় আমাদের সুবিধা হয়েছে। অন্তত বেগুন ভর্তা ও ভাত খেয়ে বাঁচতে পারবো। সামনে রমজান। দাম কম থাকলে আমাদের জন্য সুবিধা।’