‘রহস্যময়’ পাথরের পাত্র মিলল আসামে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ৬৫টি বড় আকারের রহস্যময় পাত্রের সন্ধান পেয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদরা। অন্তত আড়াই হাজার বছর আগে এসব পাত্র তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলে পাথরে তৈরি এইসব মাটির পাত্রগুলোর আকার বিভিন্ন। কোনো পাত্র দেখতে লম্বাটে ও সিলিন্ডার আকারের, আবার কোনোটি গোলাকার। সবগুলো পাত্রই আংশিক বা সম্পূর্ণ পোঁতা অবস্থায় পাওয়া গেছে।
- ট্যাগ:
- জটিল
- রহস্যময় ঘটনা
- রহস্যময়