রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ডলারের আধিপত্য কমতে পারে: আইএমএফ

ডেইলি স্টার প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১৮:১২

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মার্কিন ডলারের বিশ্বব্যাপি আধিপত্য কমিয়ে দিতে পারে।


গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


গোপীনাথ বলেন, 'সেই অবস্থাতেও ডলার প্রধান বৈশ্বিক মুদ্রাই থাকবে। তবে ছোট স্তরে বিভাজন অবশ্যই সম্ভব। বাণিজ্যের মুদ্রা কী হবে, কিছু দেশ এরইমধ্যে সেই বিষয়ে আলোচনা শুরু করেছে। রাশিয়া ও ভারত বর্তমানে রুপি-রুবল বাণিজ্য প্রক্রিয়া তৈরি করছে, যার মাধ্যমে তারা ডলারের বদলে দেশীয় মুদ্রায় বাণিজ্য করতে পারবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও