You have reached your daily news limit

Please log in to continue


৭৪ বছরে ৯৮টি বিশ্বরেকর্ড বৃদ্ধের

বিশ্বরেকর্ড করতে মানুষ কতকিছুই না করেন। ৭৪ বছর বয়সী জন ইভান্স মাথায় বিভিন্ন ভারী বস্তুর ভারসম্য রেখে বিশ্বরেকর্ড করেছেন। তবে একবার দুইবার নয় ৯৮টি বিশ্বরেকর্ড তার ঝুলিতে। ছুঁতে চান শততম রেকর্ডের মাইলফলক। এবার ৯৯ তম রেকর্ডের জন্য মাথায় তুলে নেবেন বিশাল এক গাড়ি।

ব্রিটিশ নাগরিক জন ইভান্সের বয়স এখন ৭৪ বছর। তার দক্ষতা মাথায় ভারসাম্য রাখায়। ইট-পাথরের মতো ছোট জিনিস থেকে শুরু করে আস্ত গাড়ি কিংবা ভারী চিমনিও মাথায় নিয়ে হাঁটতে পারেন তিনি। চিমনি ছাড়া আরও ভারী ভারী বস্তু সহজেই মাথায় বহন করতে পারেন তিনি। রাখতে পারেন ভারসাম্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন