ঢাকাকে ‘যানজটমুক্ত’ করতে ট্রাফিক বিভাগের সঙ্গে মাঠে নেমেছে জাইকা
রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এবং জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-জাইকা। তিন বছর মেয়াদি ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) প্রকল্পে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করবে তারা। ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি যানজট থেকে মুক্ত করতে এ প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা করছেন কর্মকর্তারা।
ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত দায়িত্বরত কর্মকর্তা, বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তা, সিটি করপোরেশন, বিআরটিসি, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক-যাত্রী প্রতিনিধিরা এই প্রকল্পের কাজে যুক্ত থাকবেন।
জাইকা বিভিন্ন দেশে উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করে থাকে। সেই প্রেক্ষিতে বাংলাদেশেও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকতার পাশাপাশি রাজধানীর চলমান ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে কাজ শুরু করেছে।
এরই মধ্যে বুধবার (৩০ মার্চ) ডিএমপির সম্মেলন কক্ষে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) প্রকল্পের প্রথম যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প পরিচালক হিসেবে প্রকল্পটির দায়িত্ব পালন করছেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।
সভা সূত্রে জানা গেছে, জাইকা প্রতিনিধি দল অনুষ্ঠিত সভায় বিশ্বের নানা দেশের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরে। সেই অনুযায়ী বর্তমান অবস্থা নিরসন করে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় গতিশীলতা আনার জন্য জাইকা এ প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে, ঢাকা মহানগরীতে বসবাসকারী সাধারণ মানুষ, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো। জনগণকে সচেতন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ডিএমপি।
জাইকা যুক্ত হওয়ায় এ ধরনের কর্মকাণ্ডে আরও গতিশীলতা বাড়বে বলে মনে করেন আলোচকরা। জনসচেতনতা বৃদ্ধিসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়েও সভায় আলোচনা হয়।