৫৭৪ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিল বিএটিবি

সমকাল সাভার প্রকাশিত: ৩১ মার্চ ২০২২, ১৫:৩১

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) সাভার কারখানায় ৫৭৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ খবর প্রকাশিত হয়েছে।


প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিনিয়োগে কোম্পানির উৎপাদন সক্ষমতা বাড়বে।


পাশাপাশি রপ্তানির সুযোগ তৈরি হবে।


বিএটিবি জানিয়েছে, কোম্পানির নিজস্ব অর্থে এবং ব্যা়ংক অর্থায়নে এ বিনিয়োগ করা হবে।


বর্তমানে এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। ২০১৮ ও ২০২০ সালের জন্য ২০০ শতাংশ করে বোনাস লভ্যাংশ দিয়ে কোম্পানিটি মূলধন গত তিন বছরে ছয়গুণে উন্নীত হয়েছে। দুপুর ২টায় ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৯০ পয়সা বেড়ে ৫৮৪ টাকা ৬০ পয়সায় কেনাবেচা হচ্ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও