নকল ব্যান্ডরোল ব্যবসায় চট্টগ্রামের প্যানেল মেয়র
নকল সিগারেটের ব্যান্ডরোলের ব্যবসায় জড়িয়ে পড়েছেন খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন। এ কাজে সরাসরি যুক্ত তার ভাই আব্দুল মান্নান খোকন।
এমনকি নিজ প্রতিষ্ঠানের কর্মচারীর নামে অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে তারা নকল ব্যান্ডরোল আমদানি করেন।
পরবর্তী সময়ে সেগুলো নিজেদের সিগারেট কারখানায় ব্যবহার করা হয়। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
এদিকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে পণ্য আমদানি-রপ্তানি এবং নগদ সহায়তা জালিয়াতির ব্যাপকতা তুলে ধরে গোয়েন্দা প্রতিবেদনে ৬টি সুপারিশ করা হয়।
গত বছর চট্টগ্রাম কাস্টমস কর্তৃক জব্দকৃত দুটি নকল ব্যান্ডরোলের চালানের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বাপ্পু এন্টারপ্রাইজ ও আরাফাত এন্টারপ্রাইজ ভুয়া ঠিকানা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর), বিআইএন (ব্যবসা নিবন্ধন নম্বর) এবং আইআরসি (আমদানি সনদ) গ্রহণ করেছে।
বাপ্পু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাপ্পু বড়ুয়া পেশায় একজন রংমিস্ত্রি। তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। অপরদিকে আরাফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরাফাত হোসেন ইলেকট্রিক পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানে চাকরি করতেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত আরাফাত হোসেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল নামে যে প্রতিষ্ঠানে চাকরি করতেন তার স্বত্বাধিকারী আব্দুল মান্নান খোকন।