‘মুখ ফসকে’ খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলায় পদ হারালেন নেতা
আলোচনা সভায় ‘মুখ ফসকে’ খালেদা জিয়াকে উন্নয়নের কারিগর বলায় দলীয় পদ হারিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল হাই। ২৫ মার্চ গণহত্যা দিবসে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসার পর ২৯ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ওই নেতাকে অব্যাহতি দেন। তবে উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডের অব্যাহতিপত্রে সভাপতির স্বাক্ষর থাকলেও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেই।
এদিকে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের এই বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আবদুল হাই ইতোপূর্বে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। তিনি চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির কমিটিতে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল।
- ট্যাগ:
- রাজনীতি
- আওয়ামী লীগ
- পদ হারানো
- দলীয় পদ
- আওয়ামী লীগ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে