![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252Fc3aa1d99-8540-4dc9-af00-94fd837a6064%252Fprothomalo_bangla_2021_07_73927c87_117f_4876_87d0_b9eff7a5a1d2_bangladesh_bank_22.webp%3Frect%3D0%252C0%252C964%252C542%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
রোজায় ব্যাংকের লেনদেন পাঁচ ঘণ্টা
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ২০:২৬
পবিত্র রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকের লেনদেন পাঁচ ঘণ্টা চলবে। সকাল সাড়ে নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে ব্যাংক কোম্পানির কার্যালয় সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ সকাল নয়টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত অব্যাহত থাকবে।