![](https://media.priyo.com/img/500x/https://assets.dhakapost.com/media/imgAll/BG/2022March/mymansing-20220330181317.jpg?width=330&height=175)
বড় ভাইয়ের অনৈতিক সম্পর্কের বলি ছোট ভাই, গ্রেপ্তার ২
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নিজ ঘরে সাজিদ (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার দুই দিনের মাথায় এর রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুরের হান্নান (৪৫) ও তার মামাতো ভাই ময়মনসিংহের নান্দাইল উপজেলার আরমান (১৯)।