কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপার সৌন্দর্যের দেশ মালদ্বীপ

www.ajkerpatrika.com ড. মো. গোলাম রহমান প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১৯:২৯

সাগরঘেরা দ্বীপপুঞ্জ, বিশ্বের অন্যতম ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়া এবং ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের উচ্চতা বিশ্বের যেকোনো দেশের চেয়ে সর্বনিম্নে। শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এশিয়া মহাদেশের অন্যতম পর্যটক আকর্ষিত দেশ মালদ্বীপ। এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড থেকে এর অবস্থান প্রায় ৭৫০ কিলোমিটার (৪০০ নটিক্যাল মাইল) দূরে। লোকজন মালদ্বীপকে সারা বছর এক ঋতুর দেশ বলে মানে। যদিও গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ুর প্রভাবই প্রধান। গড় তাপমাত্রা ওপরে ৩১ আর নিচে ২৫ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি থেকে ডিসেম্বর প্রায় একই তাপমাত্রা। বেশ মজার। ঋতুর কারণে কাপড়চোপড়ের বৈচিত্র্য নেই তবে দ্বীপের অধিবাসীদের রং-চঙের পোশাক পরতে দেখা যায়।


বাংলাদেশ থেকে বেড়ানোর জন্য এমন আকর্ষণীয় দ্বীপমালার তুলনা নেই। বিশ্বের অনেক দেশের সমুদ্রসৈকত নানাবিধ কারণে পর্যটকদের টানে। আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন, ছেঁড়া দ্বীপ কিংবা কুয়াকাটা যথেষ্ট আকর্ষণীয় কিন্তু বিশ্ববাজারে আমরা তার মার্কেটিং করতে পারিনি। বাংলাদেশে যে বিদেশিরা কাজকর্মে আসেন, তাঁরা এই সমুদ্রসৈকতগুলো দেখতে আসেন। শুধু কক্সবাজার কিংবা ছেঁড়া দ্বীপ বেড়ানোর জন্য কজন আর আসেন?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও